খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল তিলের জাতসমূহের পরিচিতি, চাষাবাদ কলাকৌশল ও পাহাড়ঞ্চলে সম্ভাবনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ ও বিনামূল্যে তিল বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ মার্চ) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) খাগড়াছড়ি উপ-কেন্দ্রের আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসের সহযোগিতায বিনার গবেষণা কার্যত্রুম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে দিনব্যাপী এ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন বিনার মহা পরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সবুজ আলী।
খাগড়াছড়ি কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার, খাগড়াছড়ি কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. বাছিরুল আলম, খাগড়াছড়ি উপ-কেন্দ্র বিনার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন।
প্রশিক্ষণ শেষে মাটিরাঙ্গা উপজেলার প্রান্তিক কৃষকদের মধ্যে তিলবীজ তুলে দেন খাগড়াছড়ি কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. বাছিরুল আলম।
টিএইচ